হোম > ছাপা সংস্করণ

আমিন ধ্বনিতে শেষ হলো ইজতেমা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী ৪৩তম সরুগ্রাম ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল সকাল থেকেই হাজার হাজার মানুষের ঢল নামে ইজতেমা ময়দানে। মাঠ ছাড়িয়ে রাস্তাঘাট ও আশপাশের বাড়ির আনাচেকানাচে যে যেখানে জায়গা পেয়েছেন বসে পড়েছেন মোনাজাতে অংশ নিতে।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা পৌনে ১টায়। আখেরি মোনাজাতের দোয়া পরিচালনা করেন ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বি হজরত আব্দুল্লাহ সাহেব।

প্রায় ১৫ মিনিটব্যাপী এ মোনাজাতে নিজেদের গুনাহ মাফ এবং সারা বিশ্বের মানবজাতির জন্য শান্তির ও কল্যাণ কামনা করা হয়। এ সময় মুসল্লিদের আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা।

এর আগে ফজর নামাজের পর থেকে বয়ান করেন ঢাকা কাকরাইলের মুরব্বি নিজাম উদ্দিন। সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতি বয়ান করেন ঢাকা কাকরাইলের মুরব্বি মুফতি ওয়াসিক। প্রতিদিন ফজর, জোহর, আসর ও মাগরিবের নামাজের পর দেশ ও বিদেশের মুরব্বিরা বয়ান পেশ করেছেন।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির জানান, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সমাপ্ত হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে ইজতেমা থেকে ৫৪টি জামাত তৈরি করা হয়েছে। মোনাজাত শেষে জামাতের লোকেরা ইসলামের দাওয়াতি কাজে ছড়িয়ে পড়েছেন দেশজুড়ে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা ছিল ইজতেমা ময়দানে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইজতেমা শেষ হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ