নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে জান্নাতুল ফেরদৌস ইকরা (৩) নামের এক শিশু। গতকাল সোমবার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে। শিশুটির চাচা মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের মুসলিম উদ্দিনের মেয়ে ইকরা দুদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল সোমবার সকালে নানার বাড়ির লোকেরা তাকে খুঁজে পাচ্ছিল না। পৌনে ৯টার দিকে বাড়ির সামনের পুকুরে ভেসে উঠতে দেখেন পরিবারের সদস্যরা।
দ্রুত উদ্ধার করে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. হিমু মজুমদার ইকরাকে মৃত ঘোষণা করেন।