ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজিমনগর আহমদিয়া-রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় মিলনায়তনে এই বিদায় অনুষ্ঠিত হয়। এ সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অনেক শিক্ষক ও শিক্ষার্থীকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম শোয়েব আল ছালেহীন। এতে সভাপতিত্ব এবং শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান শিক্ষক এম বিল্লাল হোসেন গাজী। এ সময় বক্তব্য দেন ইকবাল হোসেন টিটু, সৈয়দ মোবারক শাহ, গোলাম মওলা প্রমুখ।