ফেনী প্রতিনিধি
খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ফেনী সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু তপন করের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক খুরশীদ আলম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।