কলকাতা প্রতিনিধি
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি দিলীপ ঘোষকে পদ থেকে সরিয়ে দিয়েছে বিজেপি। তাঁর জায়গায় রাজ্য সভাপতি করা হয়েছে ড. সুকান্ত মজুমদারকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের গোষ্ঠীকোন্দল মেটাতেই রাজ্য নেতৃত্বে বদল আনলেন দিল্লির নেতারা।
বালুরঘাট থেকে জাতীয় সংসদে নির্বাচিত সদস্য সুকান্ত বহুদিন ধরেই বিজেপির আসল শক্তি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের লোক। যদিও হিন্দুত্ববাদী সুকান্ত প্রচারে খুব একটা আসেননি। বিতর্কও নেই তাঁকে নিয়ে।