হোম > ছাপা সংস্করণ

বিরতির পর বড় পর্দায় সৌমি

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা সেমন্তী সৌমি ২০১৬ সালে নাম লেখান সিনেমায়। তবে নায়িকা হিসেবে তাঁর অভিষেক ২০১৯ সালে উত্তম আকাশের ‘বয়ফ্রেন্ড’ সিনেমা দিয়ে। এতে তাঁর বিপরীতে ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি তেমন সুবিধা করতে পারেনি। এরপর আর বড় পর্দায় দেখা যায়নি সৌমিকে। ব্যস্ত হয়ে পড়েন নাটকে। বিরতি কাটিয়ে চার বছর পর আবার বড় পর্দায় ফিরছেন সৌমি। শেষ করেছেন ফুয়াদ চৌধুরীর পরিচালনায় ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ। 

আগামী ১৫ অক্টোবর কানাডার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (আইএফএফএসএ) উৎসবে প্রিমিয়ার হবে সিনেমাটির। এ বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ‘মেঘনা কন্যা’ নিয়ে সেমন্তী সৌমি বলেন, ‘একেবারেই গল্পনির্ভর একটি সিনেমা। ব্যক্তি দ্বন্দ্বের কঠিন বিষয়কে সরল ও সাবলীল গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন নির্মাতা। নারী পাচারের বিষয়ও দেখা যাবে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

চার বছর পর সিনেমায় ফেরা নিয়ে সৌমি বলেন, ‘বিরতি নেওয়ার পেছনে আলাদা কোনো কারণ ছিল না। বয়ফ্রেন্ড সিনেমার পর আরও তিনটি সিনেমায় সাইন করেছিলাম। শেষ পর্যন্ত কাজগুলো করা হয়নি। ব্যাটে-বলে মিলছিল না। নাটকে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পুরো মনোযোগ দিয়েছিলাম ছোট পর্দায়। এত দিন পর নিজেকে আবার বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি।’ গল্প ও ভালো চরিত্র পেলে এখন থেকে সিনেমা ও ওয়েব কনটেন্টে মনোযোগ দিতে চান সৌমি। ইতিমধ্যে কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা চলছে। শিগগির জানাবেন নতুন কাজের খবর। 

‘মেঘনা কন্যা’ সিনেমার চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান ও আহমেদ খান হীরক। সৌমি ছাড়া এতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ