টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় (গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে চারজনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে ৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫ দশমিক ৭১ শতাংশ। এ সময় করোনা বা উপসর্গে কেউ মারা যাননি।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জেলায় করোনায় সংক্রমণের হার কম ছিল। এর মধ্যে গত রোববার ৯টি নমুনা পরীক্ষা করলেও কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এর আগে শনিবার ১৪টি নমুনা পরীক্ষা করেও শনাক্তশূন্য ছিল। কিন্তু গতকাল ৭০টি নমুনা পরীক্ষা করে চারজনের করোনা শনাক্ত হয়।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন করোনা-আক্রান্ত রোগী। এ ছাড়া বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৫১ জন। এখন পর্যন্ত মোট ৩৮ হাজার ৩৮৮ জনকে কোয়ারেন্টিনে আনা হয়েছিল। এর মধ্যে ৩৮ হাজার ২৬৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়।
এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বলেন, এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। হঠাৎ করে করোনায় সংক্রমণের বেড়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছি। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা প্রতিরোধে সিভিল সার্জন অফিস কাজ করে যাচ্ছে।
জেলায় এখন পর্যন্ত ৯০ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৬ হাজার ৯২৫ জন করোনায় আক্রান্ত হন। জেলায় মোট করোনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট ২৬০ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬১৩ জন।