হোম > ছাপা সংস্করণ

পাহাড়ে থামেনি সংঘাত

সমির মল্লিক, খাগড়াছড়ি

খাগড়াছড়ির আঞ্চলিক সংগঠনের সংঘাত, নিরাপত্তা বাহিনীর অস্ত্র জব্দ, মাদকদ্রব্য ধ্বংস ও মানবিক সহায়তায় কেটেছে ২০২১ সাল। সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জনের প্রাণ হারানো, পারিবারিকসহ নানা কারণে হত্যাকাণ্ড, করোনা পরিস্থিতি মোকাবিলায় সবার এককাট্টা হয়ে মাঠে নামা ছিল উল্লেখযোগ্য বিষয়।

নিরাপত্তা বাহিনীর তথ্য সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর ভোরে মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর দিদারুল ইসলামের নেতৃত্বে উপজেলার দেবতাখুম এলাকায় টহলের সময় ৩০০ বিঘা গাঁজা খেতের সন্ধান পান সেনা সদস্যরা। পরে তা ধ্বংস করা হয়।

আঞ্চলিক সংঘাত: ২৫ জুন দিবাগত রাতে দীঘিনালায় ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) সাবেক সদস্য অমর জীবন চাকমাকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে অস্ত্রধারীরা। ১৮ জুলাই সকাল ৯টার দিকে পানছড়ির মরাটিলা এলাকায় অস্ত্রধারীদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের (প্রসীত) সাবেক সদস্য খল কুমার ত্রিপুরা নিহত হন।

১৯ জানুয়ারি রাতে পানছড়িতে কলেজছাত্র রাকিবুল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ ছাড়া মাটিরাঙ্গায় গৃহবধূকে ধর্ষণের পর হত্যা ও ব্যবসায়ী আবুল বাশার হত্যাকাণ্ড জেলায় আলোচিত ছিল।

অস্ত্রসহ আটক: ২ মার্চ ভোরে অভিযানে জেলার দীঘিনালায় দুটি বিদেশি পিস্তল, ৪০ রাউন্ড গুলি ও পৌনে ৬ লাখ টাকাসহ ইউপিডিএফের (প্রসীত) ৪ সদস্যকে আটক করে সেনাবাহিনী। এ ছাড়া ২৯ জুন ভোরের দিকে গুইমারায় একটি এলজি ও গুলিসহ ইউপিডিএফের (প্রসীত) ৪ জন হন। ৮ আগস্ট ভোরের দিকে মাটিরাঙ্গায় ইউপিডিএফের (প্রসীত) চিফ টোল কালেক্টর লালন চাকমাকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এর পরের দিন ৯ আগস্ট ভোরের দিকে মহালছড়িতে তপন জ্যোতি চাকমাসহ ৫ হত্যাকাণ্ডের আসামি বিরাজ মনি চাকমাকে অস্ত্র ও গুলিসহ আটক হয়।

২ আগস্ট রাতে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যদের অভিযানে ১০ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ ও প্রসাধনী জব্দ হয়। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগ বীর মোহন ত্রিপুরাকে আটক করা হয়।

ধর্ষণ: ২ জুলাই রাতে খাগড়াছড়িতে এক কিশোরীকে বাসে তুলে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে পরিবহন শ্রমিক খাগড়াছড়ি সদরের কামাল মিজি ও হবিগঞ্জের মাধবপুরের গদি মিস্ত্রি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া ২১ মার্চ রামগড়ে এক শিশু ধর্ষণের দায়ে মো. বাবলু কারিগরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তবে আসামি জামিনে গিয়ে পলাতক আছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ