হোম > ছাপা সংস্করণ

নোটিশ ছাড়াই বন্ধ কাউকান্দি উচ্চবিদ্যালয়

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় কোনো কারণ ছাড়াই বন্ধ কাউকান্দি উচ্চবিদ্যালয়। শ্রেণি কক্ষ তালাবন্ধ থাকায় গতকাল সোমবার শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে ফিরে যেতে বাধ্য হয়। বন্ধের কোনো নোটিশও দেওয়া হয়নি বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করেছেন।

তবে সহকারী শিক্ষকেরা বিদ্যালয় বন্ধ করেছেন বলে অভিযোগ করেন কাউকান্দি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিরুল ইসলাম। তিনি বলেন, ‘আমি বিদ্যালয় বন্ধের কোনো নোটিশ দিই নি। সহকারী শিক্ষকেরা বন্ধের ঘোষণা করেছেন। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

সরেজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১১ টার পর্যন্ত বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষের দরজায় তালা দেওয়া রয়েছে। এ সময় ছাত্র ছাত্রীদের ফিরে যেতে দেখা গেছে।

কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘স্যার আমাদের বিদ্যালয় বন্ধ থাকার কথা বলেননি।তাই আজ (সোমবার) আমরা বিদ্যালয়ে যায়। কিন্তু বিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতে ফিরে এসেছি।’

তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘বিদ্যালয় বন্ধ থাকার সরকারি কোনো ঘোষণা নেই। উপজেলার সবগুলো মাধ্যমিক বিদ্যালয়গুলো খোলা রয়েছে। তবে কাউকান্দি উচ্চ বিদ্যালয়ের বন্ধের বিষয়টি শুনেছি।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘শিক্ষকেরা ব্যক্তিগত ভাবে বিদ্যালয় বন্ধ ঘোষণা করলেন এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ