সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ১৫২ লিটার চোলাই মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার কতরা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার কামালপুর ইউনিয়নের কড়িতলা পূর্বপাড়ার মধু রবিদাসের ছেলে আনন্দ রবিদাস (১৮) ও শিবু রবিদাসের ছেলে মুকুল রবিদাস (২৬)।
সারিয়াকান্দি থানার চন্দনবাইশা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. দুরুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে চোলাই মদসহ ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।