হোম > ছাপা সংস্করণ

আঙুল কাটার মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি

বিয়ানীবাজার পৌরশহরে ছাত্রলীগ কর্মীর ওপর হামলা এবং ডান হাতের তিনটি আঙুল কাটা মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী ছালা উদ্দিনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে পৌরশহরের ইনার কলেজ রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ছালা উদ্দিন (২৩) বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর বাড়ি পৌরসভার শ্রীধরা গ্রামে।

২০২০ সালের ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরশহরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে অপর পক্ষের মস্তফা আহমদ নামে এক ছাত্রলীগ কর্মীর ডান হাতের তিনটি আঙুল কাটার ঘটনা ঘটে।

থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক আবু বক্কর নামে এক শিক্ষার্থীকে নিজেদের গ্রুপে সংযুক্ত করার চেষ্টা চালায় কলেজ ছাত্রলীগের একটি অংশ। পরে ব্যর্থ হয়ে পৌরশহরের উত্তরবাজারে ডেকে নিয়ে তাঁকে মারধর করা হয়। শিক্ষার্থীকে বাঁচাতে ছাত্রলীগের অপর পক্ষ সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর দিন ৪ সেপ্টেম্বর আবু বক্কর বাদী হয়ে থানায় মামলা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গ্রেপ্তার যুবক মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। এই মামলায় তিনিই গ্রেপ্তার হওয়া প্রথম কোনো আসামি। গতকাল শনিবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, এই মামলায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ