কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ডুমুরিয়া তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে এ তিন পরিবারের বসতঘর ও ঘরে রক্ষিত নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে জলঢাকা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জলঢাকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।