বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা বারহাট্টায় চলতি মৌসুমে সরকারি খাদ্যগুদামের জন্য আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচনে লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই লটারি অনুষ্ঠিত হয়।
ইউএনও এবং সরকারি খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি এস এম মাজহারুল ইসলাম জানান, ৬৫৭ জন কৃষক আবেদন করেন। তাদের মধ্যে থেকে ১৯৭ জন নির্বাচিত হয়েছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ দিলোয়ার হোসেন বলেন, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে মোট ৫৯৩ টন ধান ও ১৯ জন মিলারের কাছ থেকে থেকে ১ হাজার ৭৫৪ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।