গৌরীপুর প্রতিনিধি
গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সংবাদপত্রের এজেন্ট বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। প্রেসক্লাবের উদ্যোগে গতকাল সোমবার যোহরের নামাজের পর প্রেসক্লাব কার্যালয়ে স্মরণসভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
গৌরীপুর প্রেসক্লাবের আহ্বায়ক জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসারের সভাপতিত্বে ও সদস্যসচিব মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, কমল সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিম, মো. নাজিম উদ্দিন প্রমুখ।