গৌরীপুর পৌরসভার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মোট ২৭৯ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টার দিকে পৌর পরিষদ প্রাঙ্গণে পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র-১ মো. নাজিম উদ্দিন ও কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিমের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন প্রমুখ।