হোম > ছাপা সংস্করণ

প্রতারণা করে বিয়ে, ভুয়া মেজর কারাগারে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণার মাধ্যমে এক কলেজছাত্রীকে বিয়ে করেন মাসুম চৌধুরী আপন নামের এক ব্যক্তি। এরপর পদোন্নতির কথা বলে শ্বশুর বাড়ির লোকজনের কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে থলের বিড়াল বেরিয়ে আসে। মাসুম নিজেকে সিকিউরিটি গার্ড আবার কখনো ঝুট ব্যবসায়ী বলে দাবি করেন। প্রতারণার বিষয়টি ধরা পড়ায় তাঁকে ও বিয়ের ঘটককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে।

মাসুম (৩৭) সিরাজগঞ্জের কাজীপুর থানার পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে মাসুম ও ঘটক সেলিনাকে আসামি করে গত রোববার মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।

এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটক সেলিনা বেগম তুষখালী ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি তিনি মাসুমকে নিয়ে তাঁদের বাড়িতে আসেন। এরপর জানান, মাসুম সেনাবাহিনীর মেজর। তিনি তাঁর খালাতো ভাই। বিয়ের জন্য পাত্রী খুঁজছেন। ছাত্রীকে সম্পর্কে সেলিনা আগে থেকেই জানতেন। ছাত্রীকে দেখে মাসুমের পছন্দ হয়েছে। পরে অভিভাবকদের কাছে বিয়ের প্রস্তাব দেন। মাসুম নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় বলে দেন। তাঁর দুই বোন পেশায় চিকিৎসক বলে উল্লেখ করেন। এতে ওই কলেজছাত্রীর পরিবারের লোকজন বিয়েতে রাজি হন। গত ১ নভেম্বর ঢাকার যাত্রাবাড়ির একটি কাজি অফিসে তাঁদের বিয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়। এরপর ৬ নভেম্বর মাসুম ওই কলেজছাত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। এরপর তাঁর পদোন্নতির কথা বলে শ্বশুর বাড়ির লোকজনের কাছে চার লাখ টাকা দাবি করেন। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তর দিতে না পাড়ায় তাঁকে আটক করে থানায় আনা হয়। পরে মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানান, মাসুম একজন প্রতারক। তিনি সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ওই কলেজছাত্রীকে বিয়ে করলেও পুলিশের জিজ্ঞাসাবাদে কখনো সিকিউরিটি গার্ড, কখনো নিজেকে ঝুট ব্যবসায়ী দাবি করেন।

মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আ. হক জানান, মেজর পরিচয়দানকারী মাসুম ও ঘটক সেলিনাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ