জেলাজুড়ে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সাংসদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাংসদ বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষ যেন সহজে করোনাভাইরাসের টিকা নিতে পারেন, সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী চলবে এই কার্যক্রম। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে টিকা প্রদান কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি পেতে পারে অথবা পুনরায় চালু করা হতে পারে।
উদ্বোধনী দিনে বিপুলসংখ্যক মানুষ টিকা নিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে উপস্থিত হন। তাঁদের বেশ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে টিকা নিতে দেখা গেছে। দ্রুত এবং সহজে টিকা পেয়ে খুশি মানুষ।