বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ১০টি নির্বাচন কেন্দ্রের সবগুলো ঝুঁকিপূর্ণ। এলাকায় বহিরাগতদের আনাগোনাও দেখা যাচ্ছে।
রহমতপুর ইউপিতে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে ১২ নারী সদস্য এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ায় ওই এলাকার ভাড়াটে বাহিনী নির্বাচনের সময় রহমতপুর ইউপিতে এসে পরিবেশ অশান্ত করতে পারে। মুলাদী ও বরিশাল সদর উপজেলা থেকে বহিরাগতদের সন্দেহজনক ঘোরাফেরাও লক্ষ্য করা গেছে রহমতপুর ইউপিতে।
বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে।’
বাবুগঞ্জ উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’