কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শোভাযাত্রা ও সমাবেশ করেছে কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে স্থানীয় সোনিয়া আবাসিকের সামনে এ সমাবেশ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. শরিফূননেসা মিকির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল। এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ফারজেল হোসেন মন্ডল, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম প্রমুখ।