হোম > ছাপা সংস্করণ

হোটেল মালিকের স্ত্রীকে পিটিয়ে জখম

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় পৌরসদরের এক হোটেল মালিকের স্ত্রীকে পিটিয়ে জখম করেছেন আরেক হোটেল মালিক।

গত মঙ্গলবার দুপুরে পৌর সদরের ‘হাবিব হোটেল’র সামনে এ ঘটনা ঘটে। আহত শাহিদা বিবিকে (৫০) পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী নারীর স্বামী গফুর গাজী। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, হাবিব হোটেলের একটি ভ্যান `অন্যরকম হোটেল’র সামনে রেখে দেয়। প্রতিনিয়ত ভ্যান সরাতে বলা হলেও তাঁরা তা করেননি। পরে মঙ্গলবার দুপুরে অন্যরকম হোটেলের মালিক গফুর গাজী ফের ভ্যান সরাতে বলেন। কথা কাটাকাটির একপর্যায়ে হাবিব হোটেলের মালিক হাবিব ও তাঁর লোকজন গফুর গাজীকে পেটাতে শুরু করে। এ সময় বাধা দিতে গেলে হাবিব ও তাঁর লোকজন শাহিদা বিবির মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে পাশে থাকা লোকজন তাঁকে তাৎক্ষণিক পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ