কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে মুজিববর্ষ তৃতীয় বেক্সিমকো গ্রুপ বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবটির প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন। টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাব থেকে অর্ধশত গলফার অংশ নেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন। রানারআপ হয়েছেন লেফট্যানেন্ট কর্নেল মুনতাসির মামুন, বেস্ট গ্রস বিজয়ী হয়েছেন তাসনিম কারার, নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন আফরিন হোসেন এবং জুনিয়রদের মধ্যে বিজয়ী হয়েছেন জুনান।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো গ্রুপের ফাইন্যান্স এক্সিকিউটিভ ডাইরেক্টর মোস্তফা জামানুল বাহার।