হোম > ছাপা সংস্করণ

বিএনপির বিক্ষোভ সমাবেশ

বান্দরবান প্রতিনিধি

ডিজেল, কেরোসিনসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার সন্ধ্যায় বান্দরবান বাজারের ২ নম্বর গলির সামনে বিক্ষোভ-সমাবেশ হয়। এর সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক নারী সাংসদ মাম্যা চিং।

সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জামান, বিএনপি নেতা চনুমং মারমা এবং রিটল বিশ্বাস।

সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সীমাহীনভাবে বেড়ে গেছে। পরিবহন ভাড়া বাড়ায় সবকিছুর ওপর এর প্রভাব পড়েছে। বেড়ে গেছে সবকিছুর দাম। আয় না বাড়ায় সাধারণ মানুষ ব্যয় নির্বাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন।

বক্তারা অভিযোগ করেন, দেশের অর্থনীতি সংকটে পড়ে গেছে। এই সংকট মেটাতেই হঠাৎ করে ডিজেল, কেরোসিনসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় দ্রব্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য সরকারের প্রতি দাবি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ