ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি দাখিল মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসার সামনে এ কর্মসূচির আয়োজন করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন মাদ্রাসার সভাপতি আবু বকর বিশ্বাস, সুপার উবাইদুর রহমান, শিক্ষক নাছির উদ্দিন, শিক্ষার্থী শিমন হোসেন, আল-ফাহাদ, রেহেনা খাতুনসহ অন্যান্যরা।
রেহেনা খাতুন নামের এক ছাত্রী জানান, অনলাইনে তার বক্তব্য দিয়ে বলা হয়েছে দাখিল পরীক্ষায় ফরম-পূরণে ৩৫০০ টাকা নেওয়ার কথা বলেছেন। কিন্তু কেউ তার সঙ্গে কেউ কোনো কথা বলেননি। তিনি বলেন, ‘ফরম পূরণে আমার কাছ থেকে মাদ্রাসা ২৫০০ টাকা নিয়েছে। আমার বক্তব্য নিয়ে মিথ্যাচার করা হয়েছে।’