সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
গরু চুরি করে নিয়ে যাওয়া সময় চট্টগ্রামের সাতকানিয়ায় চারজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার বেলা ২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে বলেন, ‘গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
আটক চারজন হলেন রবিউল আলম (৩২), মো. ইলিয়াছ (২৬), শাহ জাহান (২৬) ও মো. মানিক (৩৬)।