হোম > ছাপা সংস্করণ

ইউক্রেনে যেসব অস্ত্র ব্যবহার করছে রাশিয়া

রাশিয়ার যেসব অত্যাধুনিক সামরিক সরঞ্জাম রয়েছে, তার ধারে-কাছেও নেই ইউক্রেন। তাই ইউক্রেন আক্রমণে রাশিয়া কী কী অস্ত্র ব্যবহার করছে, তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল আছে। সঠিকভাবে জানা সম্ভব না হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ অস্ত্রের ব্যবহার নিয়ে নিশ্চিত হওয়া গেছে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে ‘টস-১’ নামের রকেট সিস্টেম মোতায়েন করছে রাশিয়া। এটা থেকে একসঙ্গে অনেক রকেট নিক্ষেপ করা যায়। নিক্ষেপ করা যায় ‘থার্মোব্যারিক’ রকেট, যা আশপাশের বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে উচ্চ তাপমাত্রার বিস্ফোরণ সৃষ্টি করতে সক্ষম। ‘বিএম-২১’ নামের রকেট সিস্টেমও ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে। এটা থেকেও একসঙ্গে অনেক রকেট নিক্ষেপ করা যায়।

টস-১ রকেট সিস্টেম স্থাপন ছাড়া অন্য কাজেও ব্যবহার করা হচ্ছে টি-৭২ ট্যাংকের বিভিন্ন সংস্করণ, যা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। সাঁজোয়া যানের মধ্যে রয়েছে ‘বিএমপি৩ ’, যা ব্যাপক প্রতিকূল অবস্থার মধ্যেও এগিয়ে যেতে পারে। হেলিকপ্টারের মধ্যে আছে ‘মি৮’ ও ‘কে-৫২’। তবে ইউক্রেনে রাশিয়া চার দিনে যেসব সামরিক সরঞ্জাম ব্যবহার করছে তার মধ্যে ‘কালিবার ক্রস ক্ষেপণাস্ত্র’ সবচেয়ে ভয়াবহ, যা জাহাজ, বিমান এবং ডুবোজাহাজ থেকে নিক্ষেপ করা যায়।

ইউক্রেনের সাইবার আর্মি

রাশিয়ার সাইবার আক্রমণ ঠেকাতে এবং পাল্টা আক্রমণ করতে সাইবার বা আইটি আর্মি গঠনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী মাইখাইলো ফেডোরভ। গত শুক্রবার এক টুইটে তিনি বলেন, আইটি আর্মি গঠনের কাজ চলছে। ইউক্রেনের নাগরিকেরা যে যেখানে আছেন, এ বাহিনীতে যোগ দিতে পারেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ