হোম > ছাপা সংস্করণ

দোকানে কাজের সময় বোঝে না বিদ্যুৎ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছে মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ছয় থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। শিডিউল মেনে লোডশেডিংয়ের কথা থাকলেও মানা হচ্ছে না। প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠছে জনজীবন। এ ছাড়া লোডশেডিংয়ের কারণে সেচকাজ ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকেরা।

পৌরশহরের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। দিনের বেলায় এক ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এতে আমাদের কাজের সমস্যা হচ্ছে। আমরা এর দ্রুত সমাধান চাই।’

পৌরশহরের একটি ওয়ার্কশপের কর্মচারী স্বপন মিয়া বলেন, ‘বিদ্যুতের ওপর আমাদের ব্যবসা নির্ভর করে। বিদ্যুৎ না থাকলে আমাদের কাজ বন্ধ থাকে। কিছুদিন ধরে বিদ্যুৎ খুবই সমস্যা করছে। এতে আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। কাস্টমারদের সঠিক সময়ে মালামাল ডেলিভারি দিতে পারছি না।’

মিল মালিক দুদু মিয়া বলেন, ‘লোডশেডিংয়ের কারণে আমাদের ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। এমন করে কীভাবে চলব বুঝতে পারছি না।’

জালকাটা গ্রামের কৃষক হুরমুজ আলী বলেন, ‘কী কমু বাবা? কারেন্ট থাহে না, জমিতে পানি কেমনে দিমু? জমি হাল বাইছি, মেঘ বৃষ্টি নাই, পানি নাই। কারেনের নাইগি পানি দিতে পারতেছি না। এবার কেমনে ফসল করমু? খুবই চিন্তাই আছি।’

মাটিয়াকুড়া গ্রামের কৃষক ইউছুব আলী বলেন, ‘লোডশেডিংয়ের কারণে ঠিকমতো সেচযন্ত্র চালাতে পারছি না। দুশ্চিন্তায় পড়েছি। এ সময় বৃষ্টির পানিতেই আমন ধান চাষ করতাম, এবারতো বৃষ্টিও নেই।’

এ বিষয়ে উপজেলা আবাসিক প্রকৌশলী আ. মুমিন বলেন, ‘আমরা শিডিউল মেনে লোডশেডিং দিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ