হোম > ছাপা সংস্করণ

ইমাম গাজ্জালির জীবনপাঠ

আবরার আবদুল্লাহ

ইমাম গাজ্জালি (রহ.) ইসলামের ইতিহাসের প্রভাবশালী ধর্মতাত্ত্বিক ও দার্শনিক। তাঁর জ্ঞান-দর্শন ও পাণ্ডিত্য সভ্যতার চিরায়ত সম্পদে পরিণত হয়েছে। তাঁর সংস্কারধর্মী কাজ ইসলামি জ্ঞানের ধারায় যোগ করেছে নতুন মাত্রা। ইউনেসকোর ভাষ্যমতে, ‘ইসলামের ইতিহাসে ইমাম গাজ্জালি (রহ.)-কে অত্যন্ত প্রভাবশালী দার্শনিক ও শিক্ষা-গবেষক মনে করা হয়। তাঁর জীবনেতিহাস, শিক্ষার্থী হিসেবে তাঁর জ্ঞানার্জন, শিক্ষক হিসেবে তাঁর জ্ঞান বিতরণ এবং পণ্ডিত হিসেবে তাঁর জ্ঞানের বিশ্লেষণ মধ্যযুগে মুসলিম বিশ্বের শিক্ষার্থী, শিক্ষক ও পণ্ডিতদের জীবন দারুণভাবে চিত্রিত করে।’

‘ইমাম গাজ্জালি জীবন ও দর্শন’ বইটিতে লেখক মোহাক্কিক জালালুদ্দিন হোমায়ি (রহ.) প্রধানত ইমাম গাজ্জালি (রহ.)-এর সমকালীন পরিপ্রেক্ষিত তথা জ্ঞানগত, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও রাজনৈতিক আবহ ফুটিয়ে তোলার ওপর জোর দিয়েছেন। এর সঙ্গে আরও দুটি পুস্তিকা বইয়ে সংযুক্ত করা হয়েছে। প্রথমটিতে তাঁর সংস্কারমূলক কর্মসূচি ও অবদান তুলে ধরেছেন সাইয়েদ আবুল হাসান আলী নদভি (রহ.)। দ্বিতীয়টিতে তাঁর চিন্তা, দর্শন, মতবাদ ও জ্ঞানগত অবস্থানের বিশ্লেষণ করেছেন আল্লামা শিবলি নোমানি (রহ.)। ইমাম গাজ্জালির পূর্ণাঙ্গ পাঠের জন্য তিনটি দিকের সমন্বয় অপরিহার্য। শ্রমসাধ্য এ কাজটি করেছেন তরুণ আলেম আতাউর রহমান খসরু।

বইটিতে ইমাম গাজ্জালির সমালোচনাকারীদের বক্তব্যও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে এবং তাঁর জীবনের অনেক অনালোচিত অধ্যায়ে আলো ফেলা হয়েছে। যেমন তাঁর বীরত্বের উপাখ্যান, শাসকদের অন্যায়ের প্রতিবাদে পাঠানো চিঠি, তাঁর হাদিসচর্চা, পরিবার-পরিজনের বিবরণ ইত্যাদি।

বই: ইমাম গাজ্জালি জীবন ও দর্শন

লেখক: মোহাক্কিক জালালুদ্দিন হোমায়ি

অনুবাদ: আতাউর রহমান খসরু

প্রকাশক: মাহফিল প্রকাশন, ঢাকা

পৃষ্ঠা: ৩৫২

মূল্য: ৫০০

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ