বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, ‘দিবাস্বপ্ন দেখা ভালো, কিন্তু ওই স্বপ্ন কখনো কাজে লাগে না।’
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ‘মুজিববর্ষ-বাইসাইকেল বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি সিলেটে বিএনপির এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে দিতে হবে। তাঁর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আব্দুর রহমান এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রীর অধীনেই আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে না এলে জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গে খড়কুটার মতো ভেসে যাবে।
নাভানা গ্রুপের সহযোগিতায় ডাকসুর সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর উদ্যোগে সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাবির উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।