কুমিল্লার সদর উপজেলায় ২০ কেজি গাঁজাসহ মো. আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সদর উপজেলার গোমতী বেড়িবাঁধ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন সদরের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোমতী বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২০ কেজি গাঁজাসহ মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।