কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার হোসেন্দী আতকাপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিনের বাড়ির সামনের মাঠে এই হাল দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজ এ প্রতিযোগিতার আয়োজন করে। ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করেন শত শত দর্শক।
খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো. হাদিউল ইসলাম, ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম।
আয়োজকেরা জানান, ‘গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকার মানুষ খেলাটি উপভোগ করেছেন। এতেই আমাদের আনন্দ। খেলায় সাতটি হাল অংশগ্রহণ করে। প্রথম পুরস্কার হিসেবে ষাঁড় গরু, দ্বিতীয় পুরস্কার হিসেবে বাই সাইকেল, তৃতীয় ও চতুর্থ পুরস্কার খাসি ও পঞ্চম পুরস্কার হিসেবে মোবাইল ফোন দেওয়া হয়।’
প্রধান অতিথি মো. হুমায়ুন কবির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির বলেন, ‘গ্রাম বাংলায় এক সময় এসব প্রতিযোগিতা জনপ্রিয় ছিল। গ্রামের মানুষের বিনোদনের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এসব খেলা এখন বিলুপ্তির পথে। যুবকেরা গ্রামীণ ঐতিহ্য ভুলে মুঠোফোনে মজেছে। এই সময়ে এমন হাল দৌড়ের আয়োজন প্রশংসার দাবিদার। আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।’