কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শান সায়েক হাতে নিয়েছেন ভিন্ন এক প্রকল্প। প্রকল্পের নাম ‘কালারস অব ফোক’। এই প্রকল্পে ১০০টি ফোক গান নতুন করে সংগীতায়োজন করবেন শান। গাইবেন এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা। এর মধ্যেই ২০টি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন শান। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি, দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান, লুৎফর হাসান, অন্তরা রহমান, নির্ঝর চৌধুরী, রাশেদ, প্রমি, স্নিগ্ধা জামান, জোবায়ের শাওন, তরিক মৃধা, লতা আচারিয়া, স্বপ্নীল সজীব, তানজিনা আহমেদ মিতা, মারিয়া, মিলানা মোমিন, প্রেরণা, প্রতীক্ষা, শেখ মহসীন, মেজবাহ বাপ্পী ও সজীব রুম্মান।
শান জানিয়েছেন, বাকি গানগুলোর কাজ চলছে। এ বছরেই সব গান প্রকাশ করতে চান শান। এ বিষয়ে শান বলেন, ‘ফোক গান আমাদের প্রাণ। কিছু গান আছে, যা সব সময়ই শুনতে ইচ্ছে করে। শুনতে ভালো লাগে। এমন গান নিয়েই প্রকল্পটি এগিয়ে নিয়ে যাচ্ছি। আশা করছি, এ বছরই এক এক করে গানগুলো তৈরি করে শ্রোতাদের জন্য প্রকাশ করতে পারব।’
গানগুলো প্রকাশ পাবে প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিক আর্টের ব্যানারে।