বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে হলে আইইএলটিএস পরীক্ষা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইংরেজি ভাষার দক্ষতার সনদ। এই পরীক্ষার মাধ্যমে মূলত ইংরেজিতে আপনার দক্ষতা কতটুকু, সেটি যাচাই করা হয়। লিসেনিং, রিডিং, রাইটিং ও স্পিকিং—এ চারটি ভাগে ইংরেজি ভাষা ব্যবহারের দক্ষতা যাচাই করা হয়। আইইএলটিএস নিয়ে আমাদের চার পর্বের এই আয়োজনে আজকে লিসেনিং নিয়ে পরামর্শ দিয়েছেন লিসেনিংয়ে ৯-এ ৯ পাওয়া আকিবুল ইসলাম আকিব।
লিসেনিং টেস্টের ধরন
একজন মানুষের ইংরেজি ভাষা শুনে বোঝার দক্ষতা যাচাই করা হয় লিসেনিং টেস্টে। ৩০ মিনিটের লিসেনিং টেস্টে আপনাকে মোট চারটি রেকর্ডিং শোনানো হবে। রেকর্ডিংয়ের কথোপকথন থাকবে ব্রিটিশ উচ্চারণে। এই চারটি রেকর্ডিং শোনার পর আপনাকে আলাদা একটি উত্তরপত্রে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে এবং একটি রেকর্ড একবারই বাজিয়ে শোনানো হবে।
যা যা আসে
এই পরীক্ষায় আপনাকে ৩০ মিনিটের অডিও রেকর্ডিং থেকে ৪০টি প্রশ্নের উত্তর দিতে হবে। মূলত: Multiple choice, Short-answer questions, Sentence completion, Matching, Map, Diagram labelling, Form, Note, Table, Flow-chart, Summary completion, Fill the gaps-এর মতো প্রশ্ন আসে।
যেভাবে উত্তর দিতে হবে
অডিও রেকর্ডিং আপনাকে একবারই শোনানো হবে। শোনা শেষে উত্তরপত্রে উত্তর লেখার জন্য ১০ মিনিট সময় বরাদ্দ থাকে। প্রতিটি অংশের আগে, নির্দেশাবলি এবং প্রশ্নগুলো পড়তে প্রায় ৩০ সেকেন্ড সময় থাকবে। প্রশ্নের উত্তরগুলো ক্রমান্বয়ে শোনা যাবে। প্রতিটি অংশে প্রায় ১০টি প্রশ্ন থাকবে।
লিসেনিংয়ে ভালো করতে হলে
লিসেনিংয়ে ভালো করতে হলে প্রচুর অনুশীলন করতে হবে। আপনাকে একসঙ্গে লিসেনিং ও রাইটিংয়ের ক্ষেত্রে পারদর্শী হতে হবে। কারণ শুধু শুনে গেলেই হবে না, সেটা লিখতেও হবে। এর জন্য ইংরেজি ভাষায় সিনেমা, টিভি শো, সিরিজ, রেডিও শো, গান, পডকাস্ট, অডিওবুক শুনতে পারেন। রেকর্ডিংয়ে বক্তারা একেক উচ্চারণে কথা বলেন। এসব শোনার জন্য প্রস্তুত থাকতে হবে।
যেমন হবে প্রস্তুতি
আইইএলটিএস লিসেনিং পরীক্ষার প্র্যাকটিস টেস্ট ও মক টেস্টগুলো অনুশীলন করতেই হবে। কেমব্রিজ ১২-১৬ এবং অফিশিয়াল গাইড, এ কয়টি বই নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর এই টেস্ট দিতে আপনার সর্বোচ্চ ২৫ মিনিট সময় লাগবে। টেস্ট দেওয়ার পরে বইয়ের পেছনে যে টেপস্ক্রিপ্ট থাকে, এবার সেটা চালিয়ে অনুশীলন করুন। টেপস্ক্রিপ্ট না থাকলে ইউটিউবে ম্যাজিক অব ফ্লুয়েন্সি লিখে সার্চ দিন। টেপস্ক্রিপ্টগুলো মনোযোগ দিয়ে শুনবেন। সবচেয়ে ভালো হয় স্পিড বাড়িয়ে শুনলে। তাহলে পরীক্ষার হলে দ্রুত লেখার অভ্যাস গড়ে উঠবে।
যেসব ভুল এড়িয়ে যেতে হবে
অনেকেই প্রশ্নপত্র ভালোমতো পড়ে দেখেন না। প্রশ্নপত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করা অত্যাবশ্যক। আর উত্তর শব্দসীমার ভেতরেই দিতে হবে। না হলে তা ভুল উত্তর হিসেবে গণ্য হয়। অনেকে আবার মূল উত্তরপত্রে উত্তর লিখতে গিয়ে ক্রম ভুল করে ফেলেন। এটা করা যাবে না। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখা জরুরি। যদি একটা প্রশ্নের উত্তর ভুল করেও ফেলেন, তাহলেও এটা নিয়ে মাথা ঘামানো যাবে না। নাহলে পরের উত্তরগুলোও ভুল করে ফেলবেন।
আকিবুল ইসলাম আকিব, আইইএলটিএস-এর লিসেনিংয়ে ৯-এ ৯ অর্জনকারী
অনুলিখন: মুসাররাত আবির