হোম > ছাপা সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীর প্রচারে সরকারি কর্মকর্তা

মুরাদনগর প্রতিনিধি

মুরাদনগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা খাদ্য পরিদর্শক প্রচারে অংশ নিচ্ছেন। এমনকি তাঁর বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে।

উপজেলার ১৯ নম্বর দারোরা ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন খন্দকার বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেনের (ঘোড়া প্রতীক) পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান মানিক। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলায় খাদ্য পরিদর্শক পদে চাকরি করছেন। দিনে অন্য উপজেলা থেকে লোকজন এনে মোটরসাইকেল মহড়া দিয়ে ভোটারদের মাঝে ভীতি ছড়াচ্ছেন। আর রাতে ভোটারদের হাতে টাকা গুঁজে দিচ্ছেন। মৌখিকভাবে বিষয়টি একাধিকবার জানিয়েও কাজ না হওয়ায় এবার লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে বক্তব্য জানতে খাদ্য কর্মকর্তা মনিরুজ্জামান মানিকের মোবাইলে ফোন দিলে এ প্রতিবেদকের পরিচয় পেয়ে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আর সাড়া দেননি।

স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মানিক ভোটারদের ভয় দেখাননি বা টাকাও দেননি। তিনি আমার পক্ষে ভোট চেয়েছেন মাত্র।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আলম সিকদার বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি চাকুরেরা কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। যদি কেউ করে তাহলে তিনি আইন লঙ্ঘন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, কোনো সরকারি কর্মকর্তার পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার সুযোগ নেই।

কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ