বরিশাল উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে ৫০ জন কৃষককে বিনা মূল্যে ইরি ধানের বীজ বিতরণ করা হয়েছে।
জানা যায়, বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ঘোষেরচর গ্রামের চাষিদের এ বীজ দেওয়া হয়। উত্তর জেলা মহিলা দলের সভাপতি শায়লা সারমিন মিম্মুর উদ্যোগে কৃষকদের এমন সহায়তা করা হয়।
বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি মিম্মু এ বিষয়ে জানান, তিনি একসময় এখানকার জনপ্রতিনিধিও ছিলেন। যে কারণে কৃষক, জেলেদের পাশে থেকে কাজ করছেন। গতকাল শুক্রবার সকাল ৭টায় ৫০ জনকে ২ প্যাকেট করে এ বীজ দেওয়া হয়।
বীজ বিতরণের সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. রবিউল, শিক্ষক মো. শাজাহান, মো. সবুজ, ব্লক ম্যানেজার মো. সায়েম, আল আমিন, কৃষক নেছার সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।