সিরাজগঞ্জের তাড়াশে ৫৩ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে র্যাব। গত রোববার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালখুলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।
আটক হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের মো. মনির হোসেন, একই জেলার মো. শাহজালাল, জামালপুর জেলার জামালপুর উপজেলার জালিয়ারপাড় গ্রামের মো. সুমন মিয়া, একই জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি গ্রামের মো. ছামিউল হক।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি হোটেলের অভিযান চালানো হয়। এ সময় চারজনকে আটকের পর ৫৩ কেজি গাঁজা, পাঁচটি মোবাইল ফোন, নগদ অর্থ এবং মাদক বহনের জন্য ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি মামলা হয়েছে।