রাজবাড়ীর বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামানের সরকারি ফোন নম্বর ক্লোন করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীদের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি নিজেই।
ওসি তারিকুজ্জামান বলেন, ২৮ নভেম্বর তৃতীয় ধাপে উপজেলায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কেন্দ্র করে দুষ্কৃতকারী আমার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিকট টাকা দাবি করেছে। যেটা প্রকৃতপক্ষে আমি নয়।
ওসি বলেন, এমন ঘটনা ঘটলে প্রার্থীরা থানায় এসে জানালে বিষয়টি অবগত হই। এ বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকতে মোবাইল ফোনে এবং প্রত্যেককে সতর্ক থাকতে ‘বালিয়াকান্দি থানা, রাজবাড়ী’ ফেসবুক পেজ থেকে সতর্কতামূলক স্ট্যাটাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ওসি আরও জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। দ্রুত চক্রটিকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।