হোম > ছাপা সংস্করণ

আরও সরকারি ওষুধ মিলল আশুর বাসায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের কর্মী আশু চক্রবর্তীর বাসা থেকে আরও ২ লাখ ৪০ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করেছে পুলিশ। গত সোমবার রাতে জিজ্ঞাসাবাদের পর তাঁর বাসা থেকে ওই ওষুধ জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সোমবার চমেক হাসপাতালের কর্মী আশু চক্রবর্তী ও মো. সৈয়দের কাছ থেকে শুরুতে ১ লাখ ১০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।

সিএমপির উপকমিশনার মো. মোখলেছুর রহমান বলেন, পুলিশের হাতে আটক ব্যক্তিরা হাসপাতালের ওষুধগুলো বাইরে বিক্রি করে দিতেন। চমেকের আশপাশে যেসব ফার্মেসি রয়েছে সেগুলোতে এসব ওষুধ বিক্রি করা হতো।

ডিসি মোখলেছুর বলেন, ‘আমরা মনে করছি, এদের পেছনে পর্দার আড়ালে আরও অনেকেই জড়িত আছে। আমরা তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা করব।’

এই ঘটনায় একটি মামলা হয়েছে উল্লেখ করে ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এই মামলার তদন্তে পরবর্তীতে বিষয়গুলো উঠে আসবে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, চুরি যাওয়া ওষুধ উদ্ধার ও ঘটনায় জড়িত অন্যদের ধরতে আদালতে আসামিদের পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ