‘আওয়ামী লীগ কথা ও কাজে বিশ্বাসী। আমরা যে কথা দিই সেটি বাস্তবায়ন করি। গুলশাখালীতে বিদ্যুৎ ছিল না। এলাকার বিদ্যুতের দাবি আমরা পূরণ করেছি। এখন থেকে গুলশাখালীবাসী বিদ্যুতের আলোয় আলোকিত হবে।’
গত সোমবার রাঙামাটির লংগদুর গুলশাখালী ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দীপংকর তালুকদার এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমি এমপি হওয়ার পর গুলশাখালীতে স্কুল, কলেজ, রাস্তা, সেতু ও কালভার্ট নির্মাণে যতটুকু সামর্থ্য ছিল সাহায্য করেছি। ধীরে ধীরে উন্নয়ন হচ্ছে।’
লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। গুলশাখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা অনুষ্ঠান পরিচালনা করেন।