মধুপুর প্রতিনিধি
মধুপুরে ‘অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থা’ যাত্রা শুরু করেছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠন যাত্রা শুরু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদি।
এ অনুষ্ঠান সভাপতিত্ব করেন ওই সংস্থার মধুপুর শাখার সভাপতি গোলাম কিবরিয়া। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মজিবর রহমান খান, সমাজসেবক বিল্লাল হোসেন ফকির, ডা. আব্দুর রহিম, প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজ, সংস্থার সাধারণ সম্পাদক শাকের আহমেদ।