দুই মাস পর ঘরের মাঠে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ নারী দল। আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূত্র জানিয়েছে, সাত দলের টুর্নামেন্টের সময় চূড়ান্ত হলেও এখনো সূচি প্রকাশ করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে খুব শিগগিরই চূড়ান্ত সূচি ঘোষণা করবে এশিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে এবার প্রথমবারের মতো আরব আমিরাতের নারী দল অংশ নেবে এই টুর্নামেন্টে।
টি-টোয়েন্টি সংস্করণে হতে যাওয়া এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতিপর্ব শুরু করছেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা। আজ থেকে মিরপুরে দুই সপ্তাহের ক্যাম্পে যোগ দেবেন তাঁরা। ২৮ ক্রিকেটারকে নিয়ে এই ক্যাম্প চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। এই ক্যাম্প শেষ হলেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন জ্যোতি-রুমানারা।
গতকাল নারী বিভাগের একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, টি-টোয়েন্টি সংস্করণের একটি ঘরোয়া লিগ আয়োজনের পরিকল্পনা আছে তাদের। এ বছরে বাংলাদেশের সব টুর্নামেন্ট ও সিরিজ সাদা বলের। এশিয়া কাপ ও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ টি-টোয়েন্টি সংস্করণের হওয়ায় ক্যাম্পের পরই তাই টি-টোয়েন্টি সংস্করণের একটি ঘরোয়া লিগ করতে চায় তারা।
ক্যাম্পের প্রথম দিনে আজ মিরপুরে রিপোর্ট করবেন নারী ক্রিকেটাররা। আগামীকাল ক্যাম্পে যোগ দেবেন দলের প্রধান কোচ মাহমুদ ইমন।