রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ও শহীদ শামসুজ্জোহা হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশে আগামী তিন বছরের জন্য ওই দুই হলে প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন এবং শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক একরামুল হক। তাঁরা ভাড়ামুক্ত বাসা ও অন্যান্য সুবিধাসহ প্রতি মাসে ছয় হাজার টাকা হারে সম্মানী পাবেন।