হোম > ছাপা সংস্করণ

অনুমোদন ছাড়া বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি মাধ্যমিক বিদ্যালয়ে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই প্রায় দুই লাখ টাকার ১৭টি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।

স্থানীয় লোকজনের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর নির্মাণকাজ চলছে। ওই সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি মিলে বেশ কয়েকটি চম্বল গাছ বিক্রি করেছেন।

গত রোববার বিকেলে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গাছগুলো কেটে সরিয়ে ফেলা হয়েছে। তবে কাটা গাছের কয়েকটি টুকরো সেখানে দেখা গেছে। এ ছাড়া অনেকগুলো গাছ কাটার চিহ্ন দৃশ্যমান রয়েছে।

বিদ্যালয়ের নাইটগার্ড দেলোয়ার চৌকিদার ও সীমানা প্রাচীর নির্মাণে কর্মরত শ্রমিকেরা জানান, সীমানা প্রাচীরের সেন্টারিং এবং বিদ্যালয়ের বেঞ্চ তৈরির জন্য গাছ কাটা হয়েছে বলে জেনেছেন তাঁরা। সর্বমোট ১৭টি গাছ কেটে কিছু গাছ বিক্রি করে গাছকাটা শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া হয়েছে।

অভিযুক্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, অনুমতি ছাড়া কি গাছ কাটা যায়? এই বলে সাংবাদিকের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন বলে জানান।

অভিযুক্ত বিদ্যালয়ের সভাপতি ইউসুফ আলী মৃধাকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো কথা বলেননি।

গাছ কাটার বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসও অবগত না বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হান্নান। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটা এবং বিক্রির বিধান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা পর্যায় এ সংক্রান্ত একটি কমিটি রয়েছে। যার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ বিক্রি করতে হলে ওই প্রতিষ্ঠানের প্রধান উপজেলা কমিটির কাছে লিখিত আবেদন করে। উপজেলা কমিটি সভা করে গাছ বিক্রির সিদ্ধান্ত নেয়।

শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটা বা বিক্রি সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ওই প্রতিষ্ঠানের গাছ কাটা বা বিক্রির বিষয়ে তিনি অবহিত নন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ