চারঘাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থক নাজমুল ইসলামকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
আহত নাজমুলের দাবি, ওই ওয়ার্ডের বিজয়ী মেম্বার প্রার্থী আব্দুল মতিনের দুই ছেলে ও তাঁর ছোট ভাই তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছেন।
গতকাল মঙ্গলবার চারঘাট উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত নাজমুল ওই গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল মতিন বলেন, নাজমুলের কাছে দোকানে বাকির সামান্য টাকা পেতেন তাঁর ছেলেরা। পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জের ধরে হয়তো সামান্য একটু আঘাত পেতে পারেন নাজমুল।
চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।