হোম > ছাপা সংস্করণ

কালজয়ী সিরাতগ্রন্থ ‘বিশ্বনবী’

ইউশা আসরার

হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন নিয়ে বাংলা ভাষায় এ পর্যন্ত যত বই লেখা হয়েছে, তার মধ্যে সবচেয়ে পাঠকপ্রিয় বই খুব সম্ভবত কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’। ১৯৪২ সালে বইটি প্রকাশের পর থেকে এখন পর্যন্ত অর্ধশতাধিক মুদ্রণ শেষ হয়েছে। ভাষা, ভক্তি ও জ্ঞানগভীরতার সুতোয় পাঠকের হৃদয়কে দীর্ঘ ৮০ বছর সমানভাবে গেঁথে রাখতে সক্ষম হয়েছেন লেখক।

কবি গোলাম মোস্তফার মতে, একজন মহাপুরুষের জীবন শুধু ঘটনা পরম্পরার বয়ান কিংবা যুক্তি-তর্কের আসর নয়, বরং তা ভক্তি, শ্রদ্ধা, বিস্ময় ও অনুভবের বিষয়। তাই তিনি সত্যের অনুসন্ধান এবং বিজ্ঞানের আলোকে নিরীক্ষার সঙ্গে সঙ্গে একজন খাঁটি আশেকে রাসুলের হৃদয়ের আকুলতা, দরদ ও প্রেমের দৃষ্টিতে মহানবী (সা.)-কে মূল্যায়ন করেছেন। ফলে ‘বিশ্বনবী’র ভাষায় একজন নবীপ্রেমিকের ভক্তি যেমন চিত্রিত হয়েছে, তেমনি যুগের চাহিদা অনুসারে ইতিহাস, বিজ্ঞান ও দর্শনের আলোয় তাঁর শ্রেষ্ঠত্বও প্রমাণিত হয়েছে।

কবি গোলাম মোস্তফার ‘বিশ্বনবী’-কে আশ্চর্যজনক সফল বই উল্লেখ করে সৈয়দ আলী আহসান বলেন, ‘হৃদয়ের আবেগ ও বিশ্বাস শব্দে যেভাবে সমর্পিত হয়েছে, আন্তরিক অনুভূতি বর্ণনায় যেভাবে উচ্চকিত হয়েছে এবং চিত্তের উপলব্ধিজনিত আনন্দ ভাষার আবহে যেভাবে জাগ্রত হয়েছে, তার তুলনা আমাদের গদ্য সাহিত্যে সত্যিই বিরল। যদিও কখনো কখনো কবি ঐতিহাসিক ঘটনার প্রতিষ্ঠায় যুক্তি সমর্থন খুঁজেছেন কিন্তু সেসব যুক্তি উচ্ছ্বাসে সচকিত এবং বিশ্বাসের অবিচল নিষ্ঠায় প্রবহমান।’

‘বিশ্বনবী’র ভাষা-আঙ্গিক ও বর্ণনার মধুরতা আরও অনেক দিন পাঠকের হৃদয় ছুঁয়ে যাক— এই প্রত্যাশা।

বই: বিশ্বনবী, লেখক: গোলাম মোস্তফা
প্রকাশক: আহমদ পাবলিশিং হাউস, ঢাকা, দাম: ৪০০ টাকা, পৃষ্ঠা: ৪৭২

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ