শার্ট পুরোনো হয়ে গেলে তা ফেলে দেন সবাই। আবার ঘর মোছার কাপড় হিসেবেও ব্যবহার করেন অনেকে। তবে পুরোনো ও অব্যবহৃত শার্ট ফেলে না দিয়ে সেগুলো কাজেও লাগানো যায়। আপনি যদি পুরোনো কাপড় ব্যবহার করে নতুন কিছু বানাতে পছন্দ করেন, তাহলে বানিয়ে ফেলুন পয়সা রাখার ব্যাগ।
যেকোনো একটি পুরোনো শার্টের একপাশের হাতা কেটে নিন। স্ট্রাইপ কিংবা প্লেইন শার্ট দিয়ে বানাতে পারবেন। শার্টের যে পাশের হাতা কেটে নেবেন, সেই হাতার নিচের দিকের অংশ অর্থাৎ কাফটুকুও কেটে নিন। বাড়তি অংশ ফেলে দিন। দেখুন, কাফের অংশে দুটি বোতাম আছে এবং তার এক অংশ সেলাই করা। বাকি অংশটুকু খোলা অর্থাৎ সেলাই ছাড়া। যে অংশটি সেলাইবিহীন, সে অংশ সেলাই করে নিন। এবার লক্ষ করুন, টাকাপয়সা রাখার ব্যাগ তৈরি হয়ে গেছে। কাফের যে অংশে বোতামের ছিদ্র আছে, সেখানে বোতাম আটকে দিলে টাকাপয়সা পড়ে যাওয়ার ভয় থাকবে না। এটি আপনি বাসায় ব্যবহার করতে পারবেন। ব্যাগে পুঁতি, জরি ও ছোট ছোট জিনিস রাখতে পারবেন। শিশুদেরও এ রকম ব্যাগ বানিয়ে দিতে পারেন।