আশুলিয়ায় একই রাতে ১৯টি জুয়েলারিতে ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও প্রায় আড়াই লাখ টাকাসহ শাহানা আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের সিআইডি। গত বুধবার রাতে মধ্য বাড্ডার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, গত ৬ সেপ্টেম্বর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট বাজারে ৩০-৪০ জন আগ্নেয়াস্ত্র হাতে স্বর্ণ-রুপার অলংকার ও নগদ টাকা লুট করে। প্রায় ১ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা লুট করা হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়। মামলার ছায়া তদন্তের ধারাবাহিকতায় বুধবার রাতে শাহানাকে লুট হওয়া স্বর্ণ বিক্রির টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ গ্রেপ্তার করা হয়। শাহানার স্বামী আনোয়ার দেওয়ান আন্তজেলা ডাকাত দলের নেতা। ডাকাতি করে মূল্যবান সামগ্রী তিনি স্ত্রী শাহানার কাছে জমা রাখতেন। তাকে এবং ডাকাতদলের অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।