জকিগঞ্জ প্রতিনিধি
সিলেট জেলার সর্বোচ্চ করদাতা হয়েছেন বিভাগীয় ফলমূল ও কাঁচামাল আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি মো. আবুল কালাম। তিনি জকিগঞ্জ উপজেলার বাখরশালের আব্দুল মতিনের ছেলে এবং আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স আবুল কালামের স্বত্বাধিকারী। সর্বোচ্চ করদাতা হিসেবে তাঁকে সম্মাননা প্রদান করেছে কর অঞ্চল সিলেট।
এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ করদাতা হয়েছেন ফেঞ্চুগঞ্জের মোহাম্মদ আবু তাহের এবং তৃতীয় সর্বোচ্চ করদাতা হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি দয়ার বাজার এলাকার মো. রফিকুল ইসলামকে।