১১ অক্টোবর অমিতাভ বচ্চনের জন্মদিন। ৮০ বছরে পা দেবেন ভারতের কিংবদন্তি এই অভিনেতা। তাঁর ৮০তম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে আয়োজন করা হচ্ছে চলচ্চিত্র উৎসব ও প্রদর্শনীর। নাম দেওয়া হয়েছে ‘বচ্চন ব্যাক টু বিগিনিং’। মুম্বাইয়ের ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন এবং একটি মাল্টিপ্লেক্স চেন উদ্যোগ নিয়েছে এই চলচ্চিত্র উৎসবের। ৮ থেকে ১১ অক্টোবর ভারতের ১৭টি শহরে অমিতাভ অভিনীত বাছাই করা ১১টি সিনেমা দেখানো হবে। সিনেমাগুলো হলো ‘ডন’, ‘কালা পাথর’, ‘কালিয়া’, ‘কাভি কাভি’, ‘শাহেনশাহ’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘নমক হালাল’, ‘অভিমান’, ‘দিওয়ার’, ‘মিলি’, ‘সত্তে পে সত্তা’ এবং ‘চুপকে চুপকে’। কলকাতা, মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরুর পাশাপাশি কানপুর, ইন্দোর, প্রয়াগরাজ, বরোদার মতো শহরের বচ্চনপ্রেমীরা সিনেমাগুলো দেখার সুযোগ পাবেন।
‘বচ্চন ব্যাক টু বিগিনিং’ নিয়ে অমিতাভ নিজেও বেশ উৎসাহী। তিনি বলেন, ‘দেশজুড়ে আমার অভিনীত এতগুলো পুরোনো সিনেমা দেখা যাবে, এটা আমি কল্পনা করিনি। বড় পর্দায় দেখার অভিজ্ঞতা সব সময়ই অন্য রকম। এগুলো শুধু আমার সিনেমা নয়, সেই সময়ের পরিচালক ও কলাকুশলীদেরও সিনেমা। সবাই মিলে এই সিনেমাগুলো তৈরি করেছেন। বড় পর্দায় সিনেমাগুলোর প্রদর্শন মানে এমন একটা সময়কে ফিরিয়ে আনা, যে সময়টা হয়তো হারিয়ে গিয়েছে, কিন্তু আমরা সেটা ভুলিনি। আমাদের সিনেমার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে বড় পর্দায় এ রকম আরও চলচ্চিত্র উৎসবের দরকার আছে।’ জুহুর বিশেষ প্রদর্শনীতে থাকছে পুরোনো সিনেমাগুলোর অরিজিনাল পোস্টার, ‘শাহেনশাহ’ সিনেমাতে ব্যবহৃত অমিতাভের পোশাক, সিনেমাতে অদেখা বেশ কয়েকটি শুটিং স্টিল ইত্যাদি।
ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান শিবেন্দ্র সিং দুঙ্গারপুর বলেন, ‘অমিতাভ বচ্চনের মতো সুপারস্টারের সিনেমা বড় পর্দাতেই মানায়। তাই তাঁর ৮০ বছরের জন্মদিন উদ্যাপনের সবচেয়ে ভালো পন্থা বড় পর্দায় তাঁর বিশেষ সিনেমাগুলো দেখানো। আমার মতো অনেকেই এই সিনেমাগুলো বড় পর্দায় দেখে বড় হয়েছেন। এই উদ্যোগ নিতে পেরে আমরা খুবই আনন্দিত।’