হোম > ছাপা সংস্করণ

বোরো ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বোরো ধান চারা রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এতে সকালের শীতকে উপেক্ষা করে সন্ধ্যা পর্যন্ত বোরোর জমি প্রস্তুত ও চারা রোপণ কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

গতকাল মঙ্গলবার সরেজমিনে উপজেলার লতব্দী ইউনিয়নের চরকমলাপুর গ্রামে বোরো জমি প্রস্তুত করতে হাল চাষ দিতে দেখা গেছে। কেউ জমির আইলে কোদাল দিয়ে সোজা করছে, অনেকে সার ছিটাচ্ছে। কেউ সেচের জন্য ড্রেন নির্মাণ কিংবা পাম্পের বা শ্যালো মেশিনের জন্য ঘর তৈরি করছেন। আবার অনেকে তৈরি জমিতে পানি সেচ দিয়ে ভিজিয়ে রাখছেন। আনুষঙ্গিক কাজ শেষ করে কেউবা বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করছেন জমিতে।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে রোপণ ডিসেম্বর থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত চলবে। এপ্রিলের মধ্য থেকে জুন পর্যন্ত কর্তন শেষ হবে। এ উপজেলায় ৪ ধাপে বোরো ধান রোপণ শুরু হয়। এ বছর এখন পর্যন্ত ৪৫০ হেক্টর জমিতে বোরো ধান চারা রোপণ হয়েছে। আর এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০০ হেক্টর।

উপজেলার লতব্দী ইউনয়নের আব্দুল কাদির বলেন, ‘ধানের ন্যায্য দাম না পাওয়ায় আমরা এবার বোরো ধান লাগানো কমিয়ে দিয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, ‘চলতি বোরো মৌসুমে রোপণ নভেম্বর থেকে মার্চের ১৫ তারিখ পর্যন্ত চলবে। এপ্রিলের মধ্য থেকে জুন পর্যন্ত কর্তন শেষ হবে। এ উপজেলায় ৪ ধাপে বোরো ধান রোপণ হয়। ইতি মধ্যে ৪৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ