নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাহারকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার দিলদার মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ার হোসেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বাসিন্দা। গতকাল দুপুরে সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সোনাইমুড়ী থানার দুটি পরোয়ানামূলে উপজেলার দিলদার মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, চেয়ারম্যান বাহারকে পরোয়ানাভুক্ত থাকায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।